ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ইবনে সিনা হাসপাতালে খালেদা জিয়ার রক্ত পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট দেখে তাকে ভ্যাকসিন দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তিনি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না।

বৃহস্পতিবার  খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদন তুলে ধরে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। ডায়াবেটিস নিয়ন্ত্রণে। তিনি ৫ মিলিগ্রামের বেশি ওষুধ নিতে চান না।

এর আগে শুনানিতে এই প্রতিবেদন ভুয়া বলে দাবি করেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগে সকাল ১০টা ১০ মিনিটের দিকে খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়। এর আগে আদালত প্রতিবেদনটি দেখেন।

জয়নুল আবেদীন বলেন, ‘এই আদালত দেশের সর্বোচ্চ আদালত। এই আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা মানবিক কারণে খালেদা জিয়ার জামিন চাইছি। খালেদা জিয়া আদালতে গেলেন হাঁটতে-হাঁটতে। একজন সুস্থ মানুষ ছিলেন। কিন্তু আমরা দেখলাম, তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধদারিদ্র্য দূর করার বড় হাতিয়ার বিদ্যুৎ: পরিকল্পনামন্ত্রী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার দুর্নীতির মামলায় সরকারের করার কিছু নেই