জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল কুদদূসের হস্তক্ষেপে গতকাল শুক্রবার রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী শিমু রানী (১৫)। শিমু উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রী স্বপন চন্দ্র দের মেয়ে। সে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কুদদূস জানান, শিমু রানীর সঙ্গে পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রী তপন চন্দ্র দের ছেলে শ্রী ছোটন চন্দ্র দে (২৬) এর বিয়ের আয়োজন চলছে এমন সংবাদ পেয়ে তিনি গতকাল রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাগর হাওলাদারকে সঙ্গে নিয়ে বরের বাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি দেখতে পান বিশাল প্যান্ডেল টাঙিয়ে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরে ইউএনও’র হস্তক্ষেপে এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে পণ্ড হয়ে যায়।