ভোলার এসপির ফেসবুক হ্যাকড, থানায় জিডি

পপুলার২৪নিউজ  ডেস্ক:

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ সুপার ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে কোনো একসময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে সকালে তিনি একটি সাধারণ ডায়রি করেন, যার নম্বর ৯৯৩, তারিখ ২২/১০/১৯।

তবে কে বা কারা তার আইডি হ্যাক করেছে সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আইডিটি উদ্ধারের চেষ্টা ও বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধসাকিবদের খেলা দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছেন মোদি-মমতাও
পরবর্তী নিবন্ধপুতিনের সঙ্গে বৈঠকের পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে তুরস্ক