পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হোচ্ছামিয়া হাইস্কুল ভোটকেন্দ্রে তিনি ভেটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাক্কু সাংবাদিকদের কাছে কিছু অভিযোগ ছাড়া ভোটার উপস্থিতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় সুষ্ঠু ভোট হলে তিনিও জনতার রায় মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন।
বিএনপির এই প্রার্থী অভিযোগ করেন, দুটি কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সেখানে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে।
এছাড়া ২১ নং ওয়ার্ডের একটি কেন্দ্রের বাইরে ক্ষমতাসীনরা গণ্ডগোল করে আতংক তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে সকাল ৮টায় কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।