নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ দলের ১ হাজার ৯৭০ জন প্রার্থী ভোটের মাঠে অংশ নেবে। ৭৭ জন হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন। সব থেকে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ২৬৬ জন।
বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়। এবারে দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পার্টি ২৬৫ জন। এছাড়া তৃণমূল বিএনপি ১৩৫ জন প্রার্থী দিয়েছে। সব থেকে কম প্রার্থী দিয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল ও মুসলিম লীগ, উভয় দল চারজন করে প্রার্থী দিয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।