ভোটের দিনও অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

পপুলার২৪নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এখন দেশের বিভিন্ন স্থানে যে শৈত্যপ্রবাহ বইছে তা ভোটের দিনও অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে বিভিন্ন এলাকা।

ভোটের দিন রোববার টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, বরিশাল, ভোলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শীতের এ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে ৩০ ডিসেম্বর রাজধানীর আবহাওয়া কিছুটা ব্যতিক্রম থাকবে বলে জানা গেছে। এদিনের আবহাওয়া দেশের অন্যান্য এলাকার তুলনায় উষ্ণ থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ছাড়া অন্য এলাকার আবহাওয়াও তুলনামূলক শীতল থাকবে।

রাজধানী, চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে কয়েলের আগুনে ঘুমন্ত ২ ভাই নিহত