পপুলার২৪নিউজ ডেস্ক:
মিয়ানমারে সেনা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে প্রাণের মায়ায় ছেড়েছিল জন্মভূমির টান।
লক্ষ্য ছিল সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করা। এতে হয়তো জীবনটা রক্ষা পাবে।
তাও হল না রোহিঙ্গা শিশুটির কপালে। সে বাংলাদেশের মাটিতে আসতে পেরেছে ঠিকই কিন্তু লাশ হয়ে।
যে নৌকাটিতে তারা বাংলাদেশে আসতে চেয়েছিল, বৃহস্পতিবার সেটি ডুবে যায়।
শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সাগর উপকূল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
গত ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বাংলাদেশে আসার পথে নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ২৩টি নৌকা ডুবেছে।
এসব ঘটনায় ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শিশু ৫৮, নারী ৩০ ও পুরুষ ২৩ জন।
টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান, বৃহস্পতিবার টেকনাফ উপকূলের কাছে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় সকালে এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার হয়েছে।
নৌকাডুবির ঘটনায় এক বাংলাদেশিসহ আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।