বিয়ে ঠিক হলো আমেরিকার ইন্ডিয়ানাবাসী সারাহ কুমিন্সের। সব আয়োজন শেষ। ১৭০ জন অতিথির ডিনারের জাঁকজমকপূর্ণ আয়োজনও হলো। বিয়েতে খাবারের খরচ ৩০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ টাকার মতো হবে। হঠাৎ করেই বিয়েটা ভেঙে গেলো! কিন্তু যাদের সঙ্গে খাবারের চুক্তি হয়েছিল তারা অর্থ ফিরিয়ে দিতে রাজি নয়। কিন্তু এত সব দামি খাবার ও অর্থ জলে ঢালতেও রাজি নন কুমিন্স। তাই তিনি এক মহতি উদ্যোগ নিলেন। বিয়ের সব খাবার খাইয়ে দিলেন সেখানকার সহায়-সম্বলহীন ভাসমান মানুষদের।
ইন্ডিয়াপলিসের উত্তরের শহরতরী কার্মেলে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছিল। সেখানকার রিৎজ চার্লস ক্যাটারিং সার্ভিসের সঙ্গে চুক্তি করলেন হবু বর-কনে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন অতিথি। মেনুতে ছিল দামি বারবুন-গ্লেজড মিটবল, রোস্টেড গার্লিক ব্রুজচেতা আর বিশাল এক ওয়েডিং কেক।
খাবারের খরচবাবদ অফেরতযোগ্য চুক্তি হয়েছিল। ফলে বিয়ে ভাঙলেও খাবারের অর্ডার বাতিল করা যায়নি। এর চেষ্টাও করেননি কুমিন্স। তার মাথায় অন্য কিছু খেলে গেলো।
কুমিন্স বললেন, মনে হলো এটাই আমার জন্য একটা সুযোগ। এই খাবারগুলো আমি ভাসমান মানুষদের খাইয়ে দিতে পারি। বিয়ে বাতিল হলেও একটা মহৎ উদ্দেশ্য বাস্তবায়িত করা সম্ভব।
গোটা এলাকা চষে ভবঘুরে-পথের মানুষদের জোগাড় করলেন তিনি। তারা যখন এলো, সবাইকে হাসিমুখে অভ্যর্থনা জানালেন নিজেই। এগিয়ে এলেন অন্যরাও। যে সকল গণ্যমান্য অতিথি তালিকায় ছিলেন, তাদের অনেকেই নিঃস্ব মানুষগুলোকে পোশাক বিলি করলেন।
পেট পুরে খেয়েছিল সম্বলহীন মানুষগুলো
আগত নতুন অতিথিরা সবাই যারপরনাই খুশি। তারা কৃতজ্ঞ। তাদের অনেকেই জানান, আমাদের সবার জন্য এ এক দারুণ মুহূর্ত। আমরাও যে মানুষ তা আজ মনে হয়েছে।
২৫ বছর বয়সী কনে পুর্দে ইউনিভার্সিটির ফার্মেসির শিক্ষার্থী। জানালেন, যার সঙ্গে বিয়ের কথা ছিল তিনি এখন সাবেক হয়ে গেছেন। তবে খাবারের খচরের অধিকাংশ তিনিই বহন করেছেন। বাকিটা কুমিন্স আর তার বন্ধু-স্বজনরা একযোগে দিয়েছেন।
কিন্তু বিয়ের পোশাকটি নিয়ে কী করবেন তা এখনো ঠিক করেননি কুমিন্স। বললেন, এটা নিয়ে ভাবা খুবই কষ্টের বিষয়। সূত্র : এমিরেটস