ভূমি অবমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত

পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজধানীর রামপুরা থেকে খিলক্ষেত পর্যন্ত সড়কের দু’পাশের অধিগ্রহণ করা ভূমি অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী, ভূমি সচিব, ঢাকার জেলা প্রশাসক ও রাজউক প্রতিনিধি।

২০১৩ সালে ঢাকা জেলা প্রশাসনের ভূমি হুকুমদখল কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে জোয়ার সাহারা, ভাটারা, বাড্ডা, উলন, সুতিখোলা, ভোলা, সামাইর, শাহজাদপুর, খিলক্ষেত, নূরেরচালা, কুড়িল, নয়ানগর, কালাচাঁদপুর, জগন্নাথপুর, নর্দ্দা, কুড়াতলীসহ আশপাশের আরও বেশকিছু মৌজার জমির খাজনা, নামজারি বন্ধ রাখতে সংশ্লিষ্ট এসি ল্যান্ড এবং তহশিল অফিসকে নির্দেশ দেয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয় জারিকৃত ২০০০ সালের ১২ মার্চ ১১৭ নম্বর স্মারকের পরিপত্রে এসব এলাকার জমির খাজনা এবং নামজারির বিষয়ে আপত্তি জানানোয় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ঢাকা ডিসি অফিসের এ আদেশের পর ওইসব এলাকার কয়েক লাখ মানুষ আতঙ্কে দিনাতিপাত করছিলেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, এলএ কেস (ল্যান্ড অ্যাকুইজিশন) ১৩৮/১৯৬১-৬২, ৯১/১৯৫৭-৫৮ ও ২৩/১৯৬৬-এর কারণে ওই এলাকাবাসীর দুর্দশা শুরু হয়। আবাসন প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেয়া হয়। প্রথম অধিগ্রহণ জমির পরিমাণ ছিল ২ হাজার ৭৬০ একর। ৬৫২ একর চূড়ান্তভাবে অধিগ্রহণ করলেও বাকি জমি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে জমি অবমুক্ত করে লাখো মানুষের দুর্দশা লাঘব করার জন্য সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ এবং সাহাবুদ্দীন আহমদ লিখিত নির্দেশ দিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঈদকে ঘিরে মার্সেলের আকর্ষণীয় মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট ফ্রিজ
পরবর্তী নিবন্ধভিয়েতনাম যাচ্ছে বাংলার ‘সাগরকন্যা’