ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে বাসাবাড়ি। ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি।

নগরের ঘাসিটুলা এলাকার বাসিন্দা শাহিদা জামান জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধগণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্র আজ
পরবর্তী নিবন্ধদুদক কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ, আটক দুই