ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে গুনীজন সম্মাননা ও সম্মেলন সম্পন্ন 

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
উত্তর ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭৩ বছরে ১ম বারের মত প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে গুনীজন সম্মাননা ও সম্মেলন সম্পন্ন হয়েছে।
৩১ শে আগষ্ট শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি তাপস চন্দ বাবুর সভাপতিত্ত্বে দিনব্যাপী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব। এতে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মনজুরুল কিবরীয়া।
অসীম মহাজন, ইসমাইল খাঁন ও তানভীর মোস্তফার যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক লোকমান হোসেন। অনুষ্টানে বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় এলাকার ১৫ গুনীজনকে এবং ১০ জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা ও সমাজসেবায় অবদানের জন্য মোহাম্মদ নগর চা বাগানের ব্যবস্থাপক মতিউর রহমান সিকদার টুটুল ও নিলয় গ্রুপের চেয়ারম্যান বাবু সজল বড়ুয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মিলনমেলায় তাদের পুরানো সহপাঠীদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং একে অপরকে জড়িয়ে ধরে স্কুল জীবনের স্মৃতি রোমন্তন করেন।
শেষে এড. তরুন কিশোর দেবকে সভাপতি ও লোকমান হোসেনকে সম্পাদক নির্বাচত করে প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।
পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ফিরিঙ্গী বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৭৩তম শাখার শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধটাইমস্কেল এবং বেতন ১০ম গ্রেড সহ বিভিন্ন জটিলতার দ্রুত নিরসন চান প্রধান শিক্ষকরা