ভূজপুরে প্রবাসীকে দ্রুত বিদ্যূৎ সংযোগ দেয়ার নামে দেড়লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ির ভূজপুরে হেলাল উদ্দীন নামে এক প্রবাসীর দালানে দ্রুত বিদ্যূৎ সংযোগ দেয়ার নামে দেড়লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাউজানের সালাউদ্দীন নামে জনৈক দালালের বিরুদ্ধে।
১১ নভেম্বর সোমবার বিকালে সাংবাদিকদের কাছে দালালের কাছে প্রতারিত হওয়ার এই অভিযোগ করেন পশ্চিম ভূজপুর আন্দারমানিক গ্রামের ওমান প্রবাসী বর্তমানে ভূজপুর ন্যাশনাল স্কুল সংলগ্ন নতুন বাড়ীর মালিক মো; হেলাল উদ্দীন।
তিনি অভিযোগ করে বলেন, তার দালানে ২০ থেকে ২২ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রতিশ্রতি দিয়ে রাউজান এলাকার সালাউদ্দীন দেড় লক্ষ  টাকা হাতিয়ে নেয়। অনেক ভোগান্তি শেষে দীর্ঘ ৪ মাসপর বিদ্যুৎ সংযোগ পেলেও ১মাসের বিদ্যূৎ বিল পরিশোধের পরও বিগত ৩ দিন আগে ফটিকছড়ি বিদ্যুৎ অফিস থেকে ৪জন লোক এসে তার বিদ্যুৎ সংযোগ অবৈধ উল্লেখ করে মিটার ২টি খুলে নিয়ে য়ায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এদিকে নতুন করে বিদ্যুৎ সংযোগ পেতে তাকে পুনঃরায় ফটিকছড়ি পল্লী বিদ্যূৎ অফিসে ১ লক্ষ ১৩ হাজার টাকা জমা করতে হয়েছে। এ অবস্থায় তিনি অসহায় হয়ে পড়েছেন।  কি করবো বুঝে উঠতে পারছিনা। তিনি উর্ধঃতন কর্তৃপক্ষের নিকট এমন ঘটনা গুলোর সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে ফটিকছড়ি পল্লী বিদ্যূৎ সমিতি ২ এর ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, সালাউদ্দীন, মোঃ হেলালের কাছ থেকে দেড়লাখ টাকা নেয়া এবং অবৈধ সংযোগ দেয়ার ব্যাপারে আমরা তদন্ত করলে সেই দোষী সাব্যস্থ হয়। এই প্রতারনা সাথে জড়িত থাকা প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে ভূজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তনাধীন আছে।
পূর্ববর্তী নিবন্ধখুলনায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সমাবেশ ও মেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইসরায়েলি হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত