ভুতুড়ে কাণ্ড নিয়ে ‘গোলমাল অ্যাগেইন’

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভূতকে কে না ভয় পায়! এমনকি ‘গোলমাল’ সিরিজের ডাকাবুকো ‘গোপাল’রূপী অজয়ও ভূতের ভয়ে অস্থির! না, পরিচালক রোহিত শেঠি এবার দেওয়ালিতে কোনো ভূতের ছবি উপহার দিচ্ছেন না। তাঁর‍ পরিচালিত ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে থাকছে নানা অদ্ভুতুড়ে কাণ্ডের মধ্যে নির্ভেজাল হাসির অফুরন্ত ভান্ডার।

গতকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ের আন্ধেরির পিভিআর আইকনে মুক্তি পেয়েছে ‘গোলমাল অ্যাগেইন’ ছবির ট্রেলার। এই অনুষ্ঠানে ছবির তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, টাবু, জনি লিভার, শ্রেয়াস তালপান্ডে, কুনাল খেমু, তুষার কাপুর, পরিণীতি চোপড়া, রোহিত শেঠিসহ আরও অনেকে। এই সিরিজের অন্য ছবিগুলোর মতো রোহিতের এই ‘গোলমাল অ্যাগেইন’-এ থাকছে পরতে পরতে বিনোদন। তবে এবার এই হাসির সঙ্গে যোগ হয়েছে ভূতের উপদ্রব।

ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে ‘গোলমাল অ্যাগেইন’-এর তারকারা সাংবাদিকদের মুখোমুখি হন। ‘গোলমাল’ সিরিজের পরপর চারটি ছবিতেই মূল অভিনেতা অজয় দেবগন। তিনি বললেন, ‘এই ছবির সব অভিনেতাই মনে করে, আমরা শুটিংয়ের বদলে হলিডে কাটাতে এসেছি। আমরা অধিকাংশ সময় মজা করি, আর মাঝে মাঝে কাজ করি। রোহিত বলেই এত তারকাকে এক হাতে সামলাতে পেরেছে!’

তুষার কাপুর বলেন, ‘রোহিতের এই সিরিজ আসলে আমাদের অবসরকালীন পরিকল্পনা হবে বলে মনে হচ্ছে।’

 

এবার এই সিরিজের ছবিতে অভিনয় করেছেন টাবু। তিনি বলেন, ‘আমি রোহিতের এই পেনশন পরিকল্পনায় নাম লেখাতে চাই। “গোলমাল” সিরিজের ছবিগুলো আমি সব সময় উপভোগ করেছি। রোহিতকে বলেছিলাম, আমি ওর এই গোলমাল দলের একজন হতে চাই। আজ “গোলমাল অ্যাগেইন” ছবিতে কাজ করতে পেরে দারণ লাগছে। সব সময় সিনেমায় গ্লিসারিন চোখে লাগিয়ে কেঁদে এসেছি। এবার প্রাণ খুলে শুধুই হাসব।’

পরপর দুবার ‘গোলমাল’ সিরিজের ছবিতে অজয়ের নায়িকা ছিলেন কারিনা কাপুর। ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে কারিনার বদলে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ‘গোলমাল’ সিরিজের নতুন ছবি নিয়ে তিনি বলেন, ‘প্রথম যখন “গোলমাল” সিরিজের ছবি মুক্তি পায়, তখন আমি স্কুলে পড়ি। আজ আমি এই ছবির অন্যতম একজন তারকা। তাই দারুণ লাগছে। এত মজা করে ছবির শুটিং করেছি, বলে বোঝাতে পারব না।’

অভিনেতা কুনাল খেমুর গলায় একই সুর শোনা যায়। তিনি বলেন, ‘ছবির সেট আমাকে কলেজজীবনের কথা মনে করিয়ে দেয়। প্রথম যখন এই ছবির সেটে ঢুকেছিলাম, মনে হয়েছিল কলেজ ক্যাম্পাসে এসেছি। কলেজের মতো এখানেও র‍্যাগিং করা হয়।’

রোহিত শেঠি পরিচালিত ছবি ‘গোলমাল অ্যাগেইন’ আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে।

পূর্ববর্তী নিবন্ধব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান
পরবর্তী নিবন্ধ৪ জেলায় ১২’শ পরিবার পেল তাসমিয়া ট্রাষ্ট্রের ত্রান