ভিয়েতনামে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে নিহত অর্ধশত

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভিয়েতনামে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের প্রভাবে বন্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরো প্রায় ২২ জন।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের মানববিক সংস্থা স্থানীয় সংবাদমাধ্যমকে ৪৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় সিএনএন।

খবরে বলা হয়, বন্যায় দেশটির খান হোওয়া, নিন থাউন ও পু ইয়েন প্রদেশের ৮০ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩৫ হাজার মানুষ। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পক্ষে খান ফান জানান, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এখনো চলছে, সর্বশেষ তথ্য তারা জানিয়ে দেবেন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিক) শীর্ষ সম্মেলনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ভিয়েতানামের উপকূলীয় শহর দ্যা ন্যাং পরিদর্শন করবেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১১ দিনের দীর্ঘ সফরের অংশ হিসেবে ট্রাম্প দেশটিতে যাবেন। সফরকালে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয় ভ্রমণ করবেন। আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট ট্রান দাক লুয়োংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পূর্ববর্তী নিবন্ধসমাবেশ করার আশ্বাস পাওয়া গেছে: রিজভী
পরবর্তী নিবন্ধ‘টাইগার জিন্দা হ্যায়’-র ট্রেলার(ভিডিওসহ)