জেলা প্রতিনিধি,
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভারত প্রতিদিন শুধুমাত্র ঢাকা থেকে পাঁচ হাজার না ৯ হাজার জানি ভিসা ইস্যু করে। সেখানে আমাদের সারাদেশ থেকে কয়েক হাজার লোক ভিসার জন্য আবেদন করে। তাদের এতো জনবল নেই। আর আমেরিকার ভিসার জন্য অ্যাপোয়েনমেন্ট নিতে বছর লেগে যায় সেক্ষেত্রে ভারত আমাদের অনেক সুবিধা দিচ্ছে। তারা চিন্তা করছে এই সুবিধা বাড়াতে। আর আমি বলেছি অদূর ভবিষ্যতে ভিসামুক্ত ভারত-বাংলাদেশ চাই।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত এবং বাংলাদেশের ক্রিটিকাল ইস্যুগুলো আমরা আলোচনার মাধ্যমে শেষ করেছি। আমাদের দেশের উন্নয়নের সঙ্গে ভারতবর্ষেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। আবার ভারতবর্ষের সঙ্গে আমাদের দেশেও অনেক উন্নয়ন হচ্ছে। আমাদের দেশের বহুলোক ভারতে ব্যবসার জন্য যান ভারতেরও প্রায় পাঁচ লাখ লোক আমাদের দেশে কাজ করছেন। তারা বিভিন্নভাবে আমাদের দেশের উন্নয়নে কাজ করছেন, তাদের দেশেও টাকা পাঠাচ্ছেন।
তিনি বলেন, আমি একবার গোহাটিতে গিয়েছিলাম। সেখানকার চিফ মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। আমি জানতে চাইলাম কেন এতো ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি বললেন আমাদের মেঘালয় ও আসাম এই প্রদেশগুলো অত্যন্ত রিচ ও পটেনশিয়াল আছে। কিন্তু কেউ এখানে বিনিয়োগ করতো না, ভয় করতো। সন্ত্রাসের আতঙ্ক ছিল এখানে। শেখ হাসিনার সরকার আসার পরে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় এখানে মানুষের মধ্যে বিশ্বাস বেড়েছে আস্থা বেড়েছে। এখন আসামে প্রচুর বিনিয়োগ হচ্ছে।