স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিল যেন ‘মিউজিক্যাল চেয়ার’। যেখানে শীর্ষস্থান দখলের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বীতায় নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও চলতি মৌসুমে ঝলক দেখানো জিরোনা। সেই ধারায় এবার ভিয়ারিয়ালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে আবারও শীর্ষে ফিরলো কার্লো আনচেলত্তির দল।
রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের চর্তুদশ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় রিয়াল। তবে কাজে লাগাতে পারেননি ব্রাহিম দিয়াজ। অবশেষে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। দলকে এগিয়ে নেন ‘গোল্ডের বয়’ জুড বেলিংহ্যাম।
মাঠের ডান দিক থেকে লুকাস ভাসকেসের পাস পেয়ে প্রথম ছোঁয়াতেই আয়ত্তে নিয়ে অসাধারণ এক ক্রস বাড়ান মদ্রিচ। বক্সের বাইরে সেই পাস খুঁজে নেয় বেলিংহ্যামকে। বলে চোখ রেখে খানিকটা লাফিয়ে উঠে জোরালো হেডে আসরে নিজের ১৩তম গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার।
খানিক বাদে উভয় দলেই চোট আঘাত হানে। ২৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিয়ারিয়ালের মিডফিল্ডার আলেসান্দ্রো বায়েনা। আর প্রতিপক্ষের থেকে বল কাড়তে গিয়ে পায়ে আঘাত পেয়ে বেশ কিছুক্ষণ মাঠেই পড়ে থেকে দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা।
খেলা শুরু হতেই ৩৭তম মিনিটে আবারও এগিয়ে যায় রিয়াল। ছয় গজ বক্সের বাইরে জটলার মধ্যে ভাসকেসের ছোট পাস পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচে ৯টি গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর রিয়ালকে স্তব্ধ করে দেয় ভিয়ারিয়াল। ৫৪ মিনিটের মাথায় রামোনের পাস বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ভেতরে ঢুকে নিচু শটে ব্যবধান কমান মোরালেস।
গোল খেয়েও আক্রমণ বজায় রাখে রিয়াল। তাতে চার মিনিটের মধ্যে দুই গোল পেয়ে যায় তারা। ৬৪তম মিনিটে মাঝমাঠের কাছে ফ্রান গার্সিয়ার পাস পেয়েই ছুটতে থাকেন দিয়াজ। ডি-বক্সে ঢুকে আরও একজনকে কাটিয়ে নিখুঁত শটে দলকে আরও এগিয়ে নেন স্প্যানিশ উইঙ্গার।
ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন লুকা মদ্রিচ। ডি-বক্সে রদ্রিগো প্রতিপক্ষের বাধায় পজিশন হারালে আলগা বলে প্রথম ছোঁয়াতেই স্কোরলাইন ৪-১ করেন এই ক্রোয়াট। আর তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪২। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে জিরোনা। একটি ম্যাচ অবশ্য কম খেলেছে তারা। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।