ভিডিও ফুটেজে যৌন হয়রানির সত্যতা মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

গত ৭ মার্চ আওয়ামী লীগের জনসভার মিছিল থেকে নারী লাঞ্ছনা ও যৌন হয়রানির সত্যতা মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার দিন (৭ মার্চ) ওই মেয়েটির ওড়না ধরে টানাটানির ঘটনা সত্য। ভিডিও ফুটেজে প্রমাণ রয়েছে। পুলিশ ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছে।

উল্লেখ্য, ৭ মার্চ রাজধানীর বাংলামোটরে আওয়ামী লীগের জনসভার একটি মিছিল থেকে কলেজছাত্রীকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধডিএমপির ৪ ডিসিকে বদলি
পরবর্তী নিবন্ধমুসা বিন শমসেরের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১১ এপ্রিল