ভিকারুন্নিসার বর্ধিত বেতন-ফি ১ বছরের জন্য স্থগিত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
এডহক কমিটির মাধ্যমে ভিকারুন্নিসার স্কুল ও কলেজে বর্ধিত বেতন-ফির সিদ্ধান্ত এক বছরের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন। রুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালার ৩৯ ধারার এডহক কমিটির বিধান কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, এডহক কমিটির মাধ্যমে ভিকারুন্নিসায় স্কুল পর্যায়ে ৩০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫০০ টাকা হারে বেতন বাড়ানো হয়। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বার্ষিক পাঁচশ টাকা হারে শিক্ষক কল্যাণ ফান্ডের জন্য ভাতা নেওয়া হয়। আদালত এসব বর্ধিত বেতন ফি এক বছরের জন্য স্থগিত করেছেন। তিনি আরো বলেন, এডহক কমিটির বিধান (৩৯) সংবিধানের ১১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

পূর্ববর্তী নিবন্ধপ্রবৃদ্ধি ধরে রেখেছে জার্মানির বাজার
পরবর্তী নিবন্ধআমিনবাজারে ওয়ার্কশপে আগুন লেগে চারটি বাস পুড়ল