ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠায় রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে সরকার।

রোববার এই স্থগিতাদেশ জারি করা হয় বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান।

মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত আদেশে ঢাকা শিক্ষা বোর্ডকে অধ্যক্ষ নিয়োগ স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়।

আদেশে বলা হয়, গত ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত অধ্যক্ষ নিয়োগের লিখিত পরীক্ষায় ১৫ প্রার্থীর মধ্যে ১৩ জন অংশ নেন।

ওই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে একজন প্রার্থী এবং একজন অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশনা এলো।

গত বছর বেইলি রোডের এই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মুখে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে সরিয়ে দেয়া হয়।

এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসছেন কলেজ শাখার অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক হাসিনা বেগম।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিতে জোর-জবরদস্তি করছে সরকার : রিজভী
পরবর্তী নিবন্ধশ্রীলংকায় তাওহিদ জামায়াতের সদর দফতর ঘেরাও