ভাস্কর্য ইসলামে হারাম নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভাস্কর্য ইস্যুতে হক্কানি আলেমদের ঈমানী দায়িত্ব পালন করার করার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নীরব থাকবেন না।

হক্কানি আলেমরা নায়েবে রাসুল হিসেবে এগিয়ে আসুন, সঠিক কথা বলুন। ভাস্কর্য ইসলামে হারাম নয়, সেটা জাতিকে বলুন। যারা আলেম সমাজ, তারা যদি কথা না বলে, মানুষ ধরে নেবে ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়। সুতরাং হক্কানি আলেমদের এগিয়ে আসতে হবে।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত নাট্যজন আলী জাকের ও ফুটবলার বাদল রায় স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। এমনকি তিনটি ইসলামিক রাষ্ট্র ইরান, আফগানিস্তান ও পাকিস্তানে প্রচুর ভাস্কর্য রয়েছে। সরকারকে অনুরোধ করবো, পৃথিবীর সমস্ত মুসলিম অধ্যুষিত দেশের ভাস্কর্য টেলিভিশনের মাধ্যমে জনগণকে দেখানো হোক। দূতাবাসের মাধ্যমে সব ভাস্কর্য সংগ্রহ করে প্রচার করা হোক। তাহলে মানুষ আসল ঘটনা বুঝবে।

পূর্ববর্তী নিবন্ধঅনুমতি ছাড়া ঢাকায় মিছিল-সমাবেশ করলেই ব্যবস্থা
পরবর্তী নিবন্ধপ্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে আন্ত:ব্যাংক ব্লকচেইন এলসি লেনদেন সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক