পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করায় সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।
মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
মামলার এজহারে আরিফ নূর, লিটন নন্দি, মোরশেদ হালিম, আলামিন জয়ের নাম উল্লেখ করে ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।
শনিবার সকালে শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।
আসামিদের মধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী ও উদীচীর আরিফুর নূরসহ ৪ জন গ্রেফতার রয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ করা হয় বৃহস্পতিবার দিনগত রাতে। এর প্রতিবাদে শুক্রবার বাম ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট মাজারের সামনে অবস্থান নেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সেখান থেকে লিটন নন্দী ও আরিফুর নূরসহ চার জনকে আটক করা হয়।