ভালো কোম্পানি শেয়ারবাজারে আনতে হবে: মির্জ্জা আজিজ

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, শেয়ারবাজারের উন্নয়নে দেশি-বিদেশি ভালো কোম্পানি আনতে হবে।
সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মির্জ্জা আজিজ বলেন, বিভিন্ন রেগুলেটরি প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মধ্যে সমন্বয়ের অভাবে বাজারে নেতিবাচক প্রবণতা পড়েছে।
তিনি বলেন, আইপিওর সময় কোম্পানিগুলোর যে হিসাব দেখানো হয় অনেক সময় সেখানে বাস্তব চিত্রটা দেওয়া হয় না। যার ফলে তালিকাভুক্তির পর লেনদেনের শুরুতে ভালো দর থাকলেও কিছু দিন পর শেয়ার দর পড়ে যায়। কাজেই এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিপোর্টি কাউন্সিল, বিএসইসি, আইসিবিসহ সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।

 

পূর্ববর্তী নিবন্ধআসামি ছেড়ে ইয়াবা ভাগবাটোয়ারা, ৫ পুলিশ গ্রেফতার
পরবর্তী নিবন্ধচিনি মিলগুলোকে আরো আধুনিকায়ন করতে হবে: মজহারুল হক