ভালোবাসা দিয়ে দোকান থেকে জিনিস কেনা যায় না: ড্যারেন স্যামি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ না করে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম রাউন্ডে শেষ হয়েছে তাদের অভিযাত্রা। এই ব্যর্থতার দায় যেমন খেলোয়াড়দের ওপর বর্তায়, তেমনই বোর্ডের ওপরও। দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামির মতে, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন খেলোয়াড়রা। নানাবিধ সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) খেলোয়াড়দের যথেষ্ঠ আর্থিক নিরাপত্তা দিতে পারছে না।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর উদাহরণ টেনে স্যামি বললেন, ভারত যেভাবে আর্থিক নিরাপত্তা দিয়ে তাদের খেলোয়াড়দের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে বিরত রাখে, তেমন কিছু করতে পুরোপুরি ব্যর্থ সিডব্লিউআই। এ কারণেই শুধু দেশের হয়ে খেলতে অনীহা ক্রিকেটারদের।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে স্যামি বলেছেন, ‘ভারত শক্তিশালী কারণ তারা তাদের খেলোয়াড়দের বলতে পারে যে তুমি অন্য কোথায় খেলবে না। আপনাকে বুঝতে হবে তাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো টাকা ভারতীয় বোর্ডের আছে।’

তিনি আরও বললেন, ‘ভারতের ‘এ’ ক্যাটাগরির চুক্তিবদ্ধ খেলোয়াড় সম্ভবত বছরে ৭ কোটি রুপি পায়, সঙ্গে তো টিভি স্বত্ব আছেই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ তালিকার খেলোয়াড়রা বড়জোর ১ কোটি রুপির বেশি কিছু পায়।’

এত বিশাল ফারাক থাকায় অন্য কারও লোভনীয় প্রস্তাব খেলোয়াড়দের জন্য ফেরানো কঠিন মনে করেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার, ‘এটা বিশাল ফারাক এবং অবশ্যই বেতন বৈষম্য নিয়ে প্রশ্ন উঠবে। ছোট বোর্ডগুলোর জন্য তাদের খেলোয়াড়দের একসঙ্গে ধরে রাখা কঠিন হয়ে পড়ে যখন তারা অন্য কোথাও ভালো অর্থ পায়।’

শুধু ক্রিকেটের প্রতি ভালোবাসা দিয়ে বর্তমান অবস্থা চলে না বললেন স্যামি, ‘ওই দিনগুলো চলে গেছে, যখন আপনি ভালোবাসার জন্য খেলতেন। ভালোবাসা দিয়ে আপনি দোকান থেকে জিনিস কিনতে পারবেন না।’

 

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে মান্নাতের বারান্দায় শাহরুখ খান, সামনে জনসমুদ্র!
পরবর্তী নিবন্ধশাহরুখ খানের জন্মদিনে মুক্তি পাচ্ছে ‘ডিডিএলজে’