ভারত সফরে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান

পপুলার২৪৪নিউজ ডেস্ক:

ছয় দিনের সফরে ভারতে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার থেকে ৫ আগস্ট পর্যন্ত ভারত সফর করবেন তিনি। দায়িত্ব গ্রহণের পর আজিজ আহমেদের এটিই প্রথম বিদেশ সফর।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জানান, সেনাপ্রধানের ভারত সফর প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এটি ভিন্ন মাত্রা যোগ করবে।

ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সেনাপ্রধান ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আগ্রা, লখনৌ ও দেওলালিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন তিনি।

দেওলালিতে তার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অব আর্টিলারি পরিদর্শন করবেন তিনি। ১৯৯২-৯৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে তিনি লং গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন।

সফরের আগে গত ২৯ জুলাই ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সেনাবাহিনী সদর দফতরে জেনারেল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ৪৮ অতিরিক্ত এসপি এএসপির বদলি
পরবর্তী নিবন্ধবিনিয়োগের অনূকুল পরিবেশ শেয়ারবাজার: গভর্নর