ভারত-বাংলাদেশ টেস্ট সূচিতে পরিবর্তন

পপুলার২৪নিউজ ডেস্ক:
2বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট নিয়ে কতো নাটকই না করলো ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। ২০১৬ সালে ভারতের মাটিতে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। নানা অজুহাতে সেই ম্যাচটি চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়ে আসা হয়।

কয়েক দিন আগে ভারতের এক গণমাধ্যমের বরাতে শোনা গিয়েছিল, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আয়োজনে অপারগতা প্রকাশ করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

পরে অবশ্য এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে জন মনোজ। জানিয়েছেন, বাংলাদেশের বিপেক্ষ ভারতের টেস্ট ম্যাচটি আয়োজনে প্রস্তুত তারা।

এবার নতুন খবর হল-বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি হবে, তবে একদিন দেরিতে। অর্থাৎ ৮ ফেব্রুয়ারি টেস্ট ম্যাচটি হওয়ার কথা থাকলেও নতুন সময় অনুযায়ী তা শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে।

মাঠে দর্শক বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইর এক কর্মকর্তা।

আগামী ১ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে একটা তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধকান্দাহারের বিমান ছিনতাইয়ের পেছনে ছিল আইএসআই: অজিত দোভাল
পরবর্তী নিবন্ধসিলেটে ৬ কোটি টাকার মাদক ধ্বংস