ভারত থেকে ফিরলেন আরও ১৬৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে ভারতে আটকেপড়া চার শিশুসহ আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে তারা ঢাকায় আসেন।

দুপুর ২টা ৫৮ মিনিটে ১৬৪ জন বাংলাদেশিকে নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

এনিয়ে ভারত থেকে কয়েক ধাপে এক হাজারেরও বেশি বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

অন্যদিকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, তুরস্ক, ব্যাংকক ও মালদ্বীপ থেকে কয়েক শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ হওয়ার পথে ৮০০ করোনায় আক্রান্ত রোগী
পরবর্তী নিবন্ধলকডাউন ভেঙে বিয়ে, পৃথক কোয়ারেন্টিনে নবদম্পতি