ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের মুম্বাই উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। শনিবার সকালে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) এ কপ্টারটি দুর্ঘটনায় পড়ে। নিহতদের মধ্যে কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। খবর এনডিটিভির।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করেছে। তবে হেলিকপ্টারে থাকা অপর তিন নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এক কর্মকর্তা।

পাওয়ান হানস কোম্পানির ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫এনথ্রি মডেলের কপ্টারটি সকাল ১০টা ২০ মিনিটে জহু থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়। কিন্তু মুম্বাই থেকে ৩০ নটিকাল মাইল দূরে কপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের শেষ যোগাযোগ হয়। এর কিছু সময় পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, কপ্টারটিতে দুই পাইলট ছাড়াও ওএনজিসির ৫ কর্মকর্তা ছিলেন; তাদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করে কোস্ট গার্ড।

পূর্ববর্তী নিবন্ধকুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনে নতুন দখলদারিত্বের বিরুদ্ধে জার্মানির উদ্বেগ