ভারতে সংক্রমণ তিন লাখের নিচে, মৃত্যু ৩৮৭৪

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৭০ জন। এ নিয়ে দেশটিতে টানা চারদিন দৈনিক সংক্রমণ তিন লাখের নিচে রয়েছে। একই সময়ে মারা গেছেন তিন হাজার ৮৭৪ জন, যা গতকালের রেকর্ড সাড়ে চার হাজার মৃত্যুর থেকে কম। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৭ হাজার ১২২ জনে।

বৃহস্পতিবার (২০ মে) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ লাখ ৫৫ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ। এই সময়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৭০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জনে। এর আগে গতকাল আক্রান্ত হয়েছিল দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন।

দেশটির বিভিন্ন রাজ্যে সংক্রমণের দিক থেকে মহারাষ্ট্রের পর কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে সংক্রমণ সবচেয়ে বেশি।

মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫৯৪ জন। রাজ্যের জনস্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ বুধবার জানান, রাজ্যে বিরল এক ছত্রাকের সংক্রমণে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে অস্বীকৃতি ব্রিটিশ দমকলকর্মীদের
পরবর্তী নিবন্ধ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ