ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের তামিলনাড়ুতে রডবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্সে ১০ জন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাজ্যের থানজাভুর জেলার ভাল্লাম শহরের একটি ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

দুর্ঘটনায় ট্রাকের ইস্পাতের রডগুলো পেছনে থাকা বাসটির কয়েকজন যাত্রীর শরীরে ঢুকে যায় বলে জানিয়েছে পুলিশ।

রাজ্য সরকারের মালিকানাধীন পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি ৬০ জন যাত্রী নিয়ে তিরুপ্পুর থেকে কুমবাকোনাম যাচ্ছিল। পথে ওই ফ্লাইওভারে সামনে থাকা রডবাহী ট্রাকটিকে সম্ভবত ওভারটেক করতে গিয়েছিল বাসটি, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাকটিকে গিয়ে ধাক্কা মারে।

এতে আট যাত্রীর পাশাপাশি ঘটনাস্থলেই দুই চালকও নিহত হন বলে জানিয়েছে পুলিশ। আহতদের সবাইকে থানজাভুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১০ মাসে দেশে বিচার বহির্ভূত ১১৮টি হত্যাকাণ্ড হয়েছে : মওদুদ
পরবর্তী নিবন্ধমাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকা আসবেন ভারতীয় গোয়েন্দারা