ভারতে নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে শনিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শনিবার (৮ জুলাই) একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে পানামা পোর্ট লিংক লিমিটেড খোলা থাকায় বন্দরের কার্যক্রম ও বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার চলবে।

৯ জুলাই থেকে আবার বন্দরে আমদানি-রপ্তানি শুরু হবে।

এদিকে মোহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় , ত্রিন্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল উদ্দিন চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, এদিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দরে পণ্য খালাসসহ বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিষয়টি ভারতের মোহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ক্যাম্পে গোলাগুলিতে ৫ রোহিঙ্গা নিহত
পরবর্তী নিবন্ধএবার নোয়াখালীতে প্রেমের টানে ছুটে এলেন পেরুর তরুণী