ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হচ্ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত

ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই জেলায় ট্রেনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে ট্রেনের বগিতে আগুন লাগে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মাদুরাই ডিস্ট্রিক্ট কালেক্টর এমএস সঙ্গীতা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের বগিতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

ট্রেনটি কোনো অনুষ্ঠান বা পর্যটনের জন্য ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। প্রাইভেট পার্টি কোচটির যাত্রীরা উত্তর প্রদেশের লখনৌ থেকে এসেছিলেন। ১৭ আগস্ট তারা লখনৌ থেকে যাত্রা শুরু করেন। আগামীকাল রোববার তাদের চেন্নাই পৌঁছানো ও সেখান থেকে পরে লখনৌতে ফিরে যাওয়ার কথা ছিল।

তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন

 

পূর্ববর্তী নিবন্ধপরীমণিকে ছাপিয়ে শীর্ষে সাকিব
পরবর্তী নিবন্ধসাবেক স্বামীর পরিকল্পনায় কর কর্মকর্তাকে অপহরণ: র‌্যাব