ভারতে চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিলেন সাতক্ষীরার নারী

নিউজ ডেস্ক

চিকিৎসা শেষে ভারতের মুম্বাই থেকে কলকাতা ফিরছিলেন সাতক্ষীরার বাসিন্দা রেজাউল করিম ও তার স্ত্রী মঞ্জিলা খাতুন। ডাউন মুম্বাই নামে একটি মেইল ট্রেনে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

ট্রেনটি মেচেদা স্টেশনে ঢোকার মুখে হঠাৎ মঞ্জিলা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয়। উপায় না পেয়ে সহযাত্রীদের সাহায্যে চলন্ত ট্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শনিবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ট্রেনের মধ্যেই সদ্যোজাতের ভূমিষ্ঠ হওয়ার খবর দেওয়া হয় টিকিট পরীক্ষককে। খবর পেয়েই টিকিট পরীক্ষক তড়িঘড়ি বাগনান স্টেশনের মাস্টারকে খবর দেন। এরপরই রেল কর্তৃপক্ষ ও প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তৎপরতা শুরু হয়। আগে থেকেই স্টেশনের বাইরে প্রস্তুত রাখা ছিল অ্যাম্বুলেন্স। ট্রেনটি বাগনান স্টেশনে দাঁড় করানো হলে মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, নবজাতকটি প্রিম্যাচিউর। দু’ঘণ্টা মা ও শিশুকে পর্যবেক্ষণে রাখার পর তাদের কলকাতা নেওয়ার পরামর্শ দেন।

দক্ষিণ-পূর্ব রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় দলুই বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা বাগনানের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করি। তাদের সব ধরনের ব্যবস্থা করে রাখতে বলি। এ ধরনের কাজ করতে পেরে আমাদের ভালো লাগছে।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীর সাবেক এমপি এনামুল হক মারা গেছেন
পরবর্তী নিবন্ধশস্য চুক্তি ফের চালু করতে যেসব শর্ত দিল রাশিয়া