পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রতিবেশী দেশ ভারতে অর্ধেকের বেশি শিশু ধর্ষণের শিকার হয়। দেশটির সরকারি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
শনিবার ধর্ষণ সংক্রান্ত একটি প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে বিবিসি।
প্রতিবেদনটিতে ভারতে ধর্ষণ ও যৌন নির্যাতনের চিত্র তুলে ধরে বলা হয়, প্রতি ১৫৫ মিনিটে ১৬ বছরের কম বয়সী একটি শিশু ধর্ষিত হয়, প্রতি ১৩ ঘন্টায় ধর্ষিত হয় দশ বছরের কম বয়সী একটি শিশু।
সেখানে বলা হয়, ভারতে ২৪ কোটি নারীর বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। কেবল ২০১৫ সালে ভারতে ধর্ষিত হয় দশ হাজারের বেশি শিশু।
ভারত সরকারের এক জরিপে অংশ নেয়া ৫৩.২২ শতাংশ শিশু বলেছে, তারা কোনো না কোনো ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছে। ৫০ শতাংশ ক্ষেত্রেই যৌন নির্যাতনকারীরা শিশুদের পূর্বপরিচিত বা এমন কেউ যাদের তারা বিশ্বাস করে।