পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারত-চীন সীমান্তে উত্তেজনার মধ্যে বর্তমানে ভারতে অবস্থানরত চীনের নাগরিকদের সতর্কতার সঙ্গে অবস্থান করতে বলেছে চীন। নয়াদিল্লিতে চীনা দূতাবাসের এক বিবৃতিতে এই সতর্কতা জারি করা হয়েছে।
ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যে বেইজিংয়ের এই সতর্ক বার্তা নতুন মাত্রা যোগ করতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
শুক্রবার দূতাবাসের ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতে বসবাসকারী বা বেড়াতে আসা তাদের নাগরিকরা যেন সাবধানে থাকেন। নাগরিকদের ব্যক্তিগত জীবন এবং স্থানীয় নিরাপত্তার প্রতিও নজর রেখে চলতে বলা হয়েছে ওই বিবৃতিতে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সালে ভারতে মোট ২১ হাজার ১৫২ জন চীনা পর্যটক যান। সেখানে ২০১৩ সালে বেড়ে দু’লাখে পৌঁছে। বর্তমানে দু’লাখ ছাড়িয়ে গেছে। পাশাপাশি, ভারতে বহু সংস্থায় কর্মরত রয়েছেন অনেক চীনা নাগরিক।