ভারতের সাবেক মন্ত্রী রাম জেঠমালানি আর নেই

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের বর্ষীয়ান আইনজীবী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাম জেঠমালানি রোববার সকালে তার দিল্লির বাসভবনে মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। রাজ্যসভার ছয়বারের সদস্য রাম এনডিএ সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। খবর এনডিটিভির।

১৯৯৮ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভায় তিনি যোগ দেন। পরে ১৯৯৯ সালের অক্টোবরে আবারও মন্ত্রী হন। ২০০০ সালের জুলাই মাসে তিনি অটলবিহারী বাজপেয়ী সরকার থেকে বেরিয়ে আসেন। তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতিও ছিলেন।

মাত্র ১৭ বছর বয়সে তিনি আইনের ডিগ্রি অর্জন করেন। দেশভাগ হওয়ার আগ পর্যন্ত করাচিতে প্র্যাকটিস করেন তিনি।

দেশভাগের পর শরণার্থী হিসেবে তিনি মুম্বাই (তৎকালীন বম্বে) চলে আসেন। এরপর পরিবার নিয়ে নতুন করে শুরু হয় জীবন।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে যাচ্ছে বিএনপি
পরবর্তী নিবন্ধখুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত