ভারতের বিপক্ষে সেঞ্চুরি শেহজাদের

পপুলার২৪নিউজ ডেস্ক :

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ শেহজাদ। নেদারল্যান্ডস, কানাডা, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ের পর শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন আফগান এ ওপেনার।

ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরির জন্য তিন বছর অপেক্ষা করতে হয়েছে আফগান এ মারমুখি ব্যাটসম্যানকে। ভারতীয় অভিষিক্ত পেস বোলার দীপক চাহারকে ফাইল লেগে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন শেহজাদ। ভারতের বিপক্ষে ৮৮ বল খেলে ১০ চার ও ৬টি ছক্কায় ১০০ রান পূর্ণ করেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে ৭৬তম ম্যাচ খেলছেন তিনি। ৫টি সেঞ্চুরি ছাড়াও ওয়ানডেতে ১৪টি ফিফটি রয়েছে তার। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি, ফিফটি এবং সর্বোচ্চ রানের মালিকও তিনি। তার সংগ্রহ ২ হাজার ৪৮২ রান। ১০৫ ম্যাচে ২ হাজার ৩৭১ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ নবি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ২৮.১ ওভারের খেলা শেষে ১৩১ রান। ১০৩ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ শেহজাদ।

১৭ রানে চার উইকেট নেই আফগানদের

উড়ন্ত সূচনার পরও আফগানিস্তানের ব্যাটিং ধস। উদ্বোধনীতে ৬৫ রান সংগ্রহ করার পর, ১৭ রান যোগ করতেই আফগানরা হারিয়েছে ৪ উইকেট।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে শুরু থেকেই অসাধারণ ব্যাটিং করছেন মোহাম্মদ শেহজাদ। উইকেটের এক প্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি।

অন্যপ্রান্তে ইহসানউল্লাহর পরিবর্তে খেলতে নামা জাভেদ আহমাদ একের পর এক ডট বল খেলেন। ৩০ বল খেলে মাত্র ৫ রান করে জাদেজার শিকারে পরিণত হন জাভেদ। তার বিদায়ের মধ্য দিয়ে ব্যাটিংয়ে ধস আফগানিস্তানের।

জাদেজার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগের মাত্র ৪ বল খেলার সুযোগ পান রহমত শাহ।

এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা হাশমতউল্লাহ শহীদিকে ফেরান কুলদীপ যাদব। আগের তিন ম্যাচে ৭১, ৯৭ ও ৫৮ রান করা হাশমতকে এদিন শূন্য রানে ফেরান কুলদীপ।

এরপর কুলদীপের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান।

৩০ বলে ৫ রান করে আউট জাভেদ

এটাই কী জাভেদ আহমাদির সবচেয়ে বাজে ম্যাচ। এতটা খারাপ সময় তার আর কখনই যায়নি। মঙ্গলবারের আগে আফগানিস্তানের হয়ে ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেন জাভেদ।

গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর দলে অার সুযোগ পাননি। এরপর আফগানিস্তান খেলে ৯টি ওয়ানডে। নয় ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার পর আজ এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে সুযোগ দেয়া হয় জাভেদকে।

চলমান এশিয়া কাপে প্রথম খেলতে নেমে আজ ভারতের বিপক্ষে দেখে শুনেই এগোচ্ছিলেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। কিন্তু ৩০ বল খেলে মাত্র ৫ রানেই ফিরে যেতে হবে সেটা জাভেদ নিজেও ভাবেননি। অথচ তাই হয়েছে। রবিন্দ্র জাদেজার বলে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন তিনি।

তার বিদায়ের মধ্য দিয়ে ৬৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে আফগানদের।

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান এশিয়া কাপের সুপার ফোরের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে আফগানরা।

যে কারণে আজকের ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বহীন। এই ম্যাচে জয়-পরাজয় বিবেচ্য নয়, তাই একাদশে বড় পরিবর্তন এনেছে ভারত।

আফগানদের বিপক্ষে আজকের ম্যাচে বিশ্রামে আছেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও ফর্মের তুঙ্গে থাকা শিখর ধাওয়ান। বিশ্রাম দেয়া হয়েছে তারকা ‍দুই পেস বোলার ভুবেনেশ্বর কুমার ও যশপ্রিত বুমরাহ এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে।

তারকা পাঁচজন ক্রিকেটারের পরিবর্তে খেলছেন লোকেশ রাহুল, মনশ পান্ডিয়া, দীপক চাহর, সিদ্বার্ধ কুল ও খলিল আহমেদ।

আর এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে দীপক চাহরের। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২৬ বছর বয়সী এই পেস বোলার।

অন্যদিকে আফগানিস্তান তাদের দলে পরিবর্তন এনেছে ২টি, আগের ম্যাচে খেলা ইহসানউল্লাহ ও সামিউল্লাহ সেনওয়ারিকে বিশ্রাম দিয়েছে। তাদের পরিবর্তে খেলছেন জাভেদ আহমাদি ও নজিবুল্লাহ জাদরান।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শেহজাদ, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসগর আফগান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবাদিন নবি, মুজিব উর রহমান, ও আফতাব আলম।

ভারত একাদশ: লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, মনশ পান্ডিয়া, কেদার জাদব, রবিন্দ্র জাদেজা, দীপক চাহর, সিদ্বার্থ কুল, কুলদীপ যাদব ও খলিল আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ল ২০টি
পরবর্তী নিবন্ধজাতীয় ঐক্যের পাঁচমিশালি নেতৃত্বে জনগণের আস্থা নেই: কাদের