ভারতের বিপক্ষে ব্যাট করছে টাইগ্রেসরা

 পপুলার২৪নিউজ ডেস্ক:

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। আজ শুক্রবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ রানে যোশির বলে সাজঘরে ফেরেন শারমিন (৭)। এরপর দ্রুত সানজিদা (২) বিদায় নিলে চাপে পরে বাংলাদেশ।

এই বিপর্যয়ের পর শারমিন আখতার (৩৫) এবং ফারজানা হক (৩১) মিলে তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দিচ্ছেন। তবে রানের গতি ভীষণ কমে গেছে। ।  এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ২ উইকেটে ৭৬ রান।

এর আগে সুপার সিক্সের লড়াইয়ে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। নিজেদের শেষ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে রুমানারা। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে হলে সুপার সিক্স শেষে শীর্ষ ৪ এ থাকতে হবে বাংলাদেশকে।

পূর্ববর্তী নিবন্ধস্বামীর অনৈতিক জীবনাচরণে কোর্টের দ্বারস্থ স্ত্রী!
পরবর্তী নিবন্ধএত বোমা হামলার পরও পাকিস্তানেই পিএসএল ফাইনাল!