স্পোর্টস ডেস্ক
ডু অর ডাই ম্যাচ। হারলেই বাদ। এমন কঠিন সমীকরণ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ এটি; ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ বলেও পরিচিত।
আজ রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।
পাকিস্তান দলে এক পরিবর্তন এসেছে। ফখর জামানের পরিবর্তে দলে এসেছেন ইমাম উল হক।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এর মধ্যে তিনটিতে পাকিস্তান ও দুটিতে জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই শিরোপা ধরে রাখার লড়াই এবার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের।
পাশাপাশি দুবাই মাঠের রেকর্ডও কথা বলছে পাকিস্তানের পক্ষে। এই মাঠে মোট ৫বার মুখোমুখি হয়েছিল দু’দল। এখানেও তিনটিতে জিতেছে পাকিস্তান।
যদিও শক্তিমত্তা ও বর্তমান ফর্ম বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখতে হয়, তবে পাকিস্তানও দারুণ আত্মবিশ্বাসী।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।
পাকিস্তান একাদশ:
ইমাম-উল-হক, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।