পপুলার২৪নিউজ ডেস্ক:ভারতের কর্নাটকে বাসে আগুন লেগে শিশুসহ ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরে রাজ্যের চিত্রদুর্গ জেলার হিরিয়ুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এছাড়া ‘কুকে শ্রী ট্রাভেলস’ এর ওই বাসটিতে কীভাবে আগুন লাগল তার কারণও জানায়নি এএনআই।
আহতদের হিরিয়ুর ও চিত্রদুর্গ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে উল্লেখ করা হয়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৩২ জন যাত্রী নিয়ে বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি। চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হাল্লি এলাকায় ৪ নং জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বেরতে পারেননি অনেকেই। পুড়ে মারা যান অন্তত ৫ জন। তাদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে।