পপুলার২৪নিউজ ডেস্ক :
গ্রুপ পর্বের তিন ম্যাচেই রান পাননি দুজন। তাঁরা জ্বলে উঠতে পারেননি আজও। চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো মনে রাখার মতো কিছু করতে পারেননি সৌম্য সরকার ও সাব্বির রহমান। ৩১ রানে দুজনকে হারিয়ে এজবাস্টনে ভারতের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে বেশ বিপাকে বাংলাদেশ। ১২ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪৯। ভারত পরিকল্পনামতো ছক কষে বোলিং করছে, সেভাবেই সাজানো ফিল্ডিং। আর তাতে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশকে।
রান রেট এখনো বেশ ভালো। আকাশের মেঘ কেটে গেছে। উইকেটের আর্দ্রতা আর বলের উজ্জ্বলতা—দুটিই কেটে গেলে কাজটা সহজ হবে বাংলাদেশের জন্য। ব্যাটিংয়ের পরিকল্পনা কাজে লাগিয়ে ভারতের পরীক্ষা কি নিতে পারবে বাংলাদেশ? তামিম ইকবাল নিজের সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। রয়ে-সয়ে শুরু করেছেন। সঙ্গে আছেন মুশফিক। দুজনই ১২ রানে অপরাজিত।
২৮, ৩, ৩—আগের তিন ম্যাচে সৌম্যর রান। আজ তো রানই করতে পারলেন না। ভুবনেশ্বর কুমারের বলে ‘প্লেড অন’ বাঁহাতি ওপেনার। ১ রানে ১ উইকেট হওয়ার পর সাব্বির-তামিম ইকবালের দ্বিতীয় উইকেট জুটি চেষ্টা করেছে ধাক্কাটা সামাল দেওয়ার। চার বাউন্ডারিতে সাব্বির ইঙ্গিতও দিয়েছিলেন আগের তিন ম্যাচের ব্যর্থতা পুষিয়ে দেওয়ার। টানা ১৩ বল রান না ওঠায় অস্থির হয়ে উঠলেন সাব্বির। ভুবনেশ্বরকে কাট করতে গিয়ে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়লেন পয়েন্টে। ফেরার আগে সাব্বির করতে পারলেন ১৯ রান।
সৌম্য-সাব্বিরকে হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছেন তামিম-মুশফিকুর রহিম। তামিম অপরাজিত ১০ ও মুশফিক ১২ রানে।