ভারতের চৌদ্দ ‘ভুয়ো ধর্মগুরু’-র তালিকা প্রকাশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

ধর্ষক রাম রহিম থেকে আসারাম বাপু, একের পর এক ধর্মগুরুর নাম অপরাধের সঙ্গে যুক্ত হয়ে চলায় রীতিমত অস্বস্তিতে পড়েছে সর্বভারতীয় হিন্দু সন্ন্যাসীদের সংগঠন অখিল ভারতীয় আখারা পরিষদ। এবার নিজেদের অস্বস্তি কাটাতে ‘ভুয়ো ধর্মগুরুদের’ একটি তালিকা প্রকাশ করেছে এই সংগঠন।

১৩ টি আখারা সম্পন্ন এই সংগঠন মোট ১৪ জন ধর্মগুরুকে ‘ভুয়ো ধর্মগুরুর’ তালিকায় রেখেছে। মূলত, যে সমস্ত ধর্মগুরুদের নাম অপরাধের তালিকায় উঠছে বা এদের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে তাদের নামই রাখা হয়েছে এই ‘ভুয়ো ধর্মগুরুর’ তালিকায়।

এলাহাবাদে ধর্মগুরুদের বৈঠকে জানানো হয়েছে, জুলাই মাস থেকেই ভুয়ো সাধুদের তালিকা তৈর করছে এই সংগঠন। তালিকায় নাম রাখা হয়েছে, আসারাম বাপু, নারায়ণ সাই, রাধে মা, গুরমিত রাম রহিম সিং ইনসান সহ অনেকের।
সংগঠনের তরফে জানানো হয়েছে, হিন্দু শঙ্করাচার্যদের সম্মেলন, যেমন অর্ধ কুম্ভ মেলা, মাঘ মেলায় কোনও মতেই যোগ দিতে পারবে না এই তালিকাভুক্ত সাধুরা। সংগঠন জানিয়েছে, এই ভুয়ো ধর্মগুরুরা মানুষকে দিক ভ্রষ্ট করছে বলে অভিযোগ।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

 

পূর্ববর্তী নিবন্ধমুসা বিন শমসেরের মামলার প্রতিবেদন দাখিল ১১ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধরানী মুখার্জির মন ভেঙেছিলেন আমির খান