ভারতের কাছ থেকে পাকিস্তানের শেখার আছে: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন। এটা ক্রিকেট খেলুড়ে সব দেশই ভালো করে জানে। সম্প্রতি শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। সবচেয়ে বড় বিষয় নিজেদের দেশের মাটিতে রোহিত শর্মার দল ভীষণ ধারাবাহিক।

তাই তো পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির প্রশংসা করতে বাধ্য হলেন। সঙ্গে এটাও বলে দিলেন পাকিস্তানসহ উপমহাদেশের দলগুলো যেন ভারতের কাছ থেকে শিক্ষা নেয়।

রমিজ বলেন, ‘ভারতের মাটিতে ভারতকে হারানো অনেক কঠিন। পাকিস্তানসহ উপমহাদেশের দেশগুলোর ভারতের কাছ থেকে এটা শেখার বিষয়।’

নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ভারত সিরিজ নিশ্চিত করার পর এমন কথা বলেন রমিজ। ভারতে আসার আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতেছিল কিউইরা। কিন্তু রোহিতদের দলের বিপক্ষে পেরে ওঠেনি।

‘পাকিস্তানের যথেষ্ট মেধা আছে, কিন্তু ঘরের মাঠে তাদের ফল ভারতের মতো ধারাবাহিক নয়। বিশ্বকাপের বছরে ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’- এভাবেই বলেছেন রমিজ।

এ ছাড়া দারুণ ফর্মে থাকা শুভমান গিলকে প্রশংসায় ভাসিয়েছেন রমিজ। তাকে আখ্যা দিয়েছেন ‘জুনিয়র রোহিত শর্মা’ হিসেবে।

রমিজ বলেন, ‘শুভমান গিল হচ্ছে জুনিয়র রোহিত শর্মা। তাকে অনেক ভালো দেখাচ্ছে। তার মধ্যে যথেষ্ট মেধা আছে। আগ্রাসন সময়ের সঙ্গে উন্নত হবে। তার কোনো কিছুর পরিবর্তনের প্রয়োজন নেই। সে সম্প্রতি ডাবল সেঞ্চুরি করেছে।’

 

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিকে ক্রিকেট নিয়ে নতুন প্রস্তাব আইসিসির
পরবর্তী নিবন্ধআপনারাই ইস্যু তৈরি করে দিয়েছেন: মির্জা ফখরুল