পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বুধবারনেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৪-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী ফুটবল দল।
এর ফলে আগামী শুক্রবার নেপালের সঙ্গে ফাইনালে খেলবে ভারত।
গতবার ফাইনালেও বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে ভারত।
বুধবার দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নেমে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আর অসম্ভবকে সম্ভব করে খেলা জেতা তো দূরের কথা তেমন কোনো চ্যালেঞ্জও গড়তে পারেনি লাল-সবুজের দল।
এর আগে বুধবার প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় নেপাল।
এবারের সাফে বাংলাদেশ ফুটবলপ্রেমীদের ব্যাপকভাবে হতাশ করেছে। একটি মাত্র জয় ও দুটি হার দিয়ে সাফের পঞ্চম আসর শেষ করল তারা।
ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুরু করা দল গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ।