ভারতের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছে বুধবার। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বেশিরভাগ দেশে মূল্যবান এ ধাতুটিকে এখন সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করার প্রবণতা তৈরি হওয়ায় স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবার দেশটির বাজারে প্রতি দশ গ্রাম স্বর্ণ এযাবৎকালের সর্বোচ্চ ৪৮ হাজার ৮৭১ রুপিতে বিক্রি হয়েছে। এর মাধ্যমে ২০২০ সালে এখন পর্যন্ত স্বর্ণের মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি পায়। ২০১৯ সালেও দেশটিতে প্রায় ২৫ শতাংশ দাম বেড়েছিল। এতে করে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ ক্রেতা দেশ ভারতে মূল্যবান এই ধাতুটির খুচরা বাজারে চাহিদা অর্থাৎ বিক্রি কমেছে।

স্বর্ণসহ মূল্যবান ধাতু পাইকারি আমদানির সঙ্গে যুক্ত মুম্বাইভিত্তিক এক ব্যাংক ডিলার বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,‌ ‘এখন খুচরা বাজারে (স্বর্ণের) চাহিদা খুবই সামান্য। এছাড়া দাম কমে আসতে পারে এমন প্রত্যাশায় ক্রেতারা আপাতত স্বর্ণ ক্রয়ের বিষয়টি স্থগিত রেখেছেন।’

বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরা বুধবার বিকেলে ব্যবসায়ীরা প্রতি আউন্স স্বর্ণে সর্বোচ্চ ২২ ডলার ছাড়ের ঘোষণা দিয়েছেন। কয়েক সপ্তাহ থেকেই এই ছাড় চলছে। গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণে ১৮ ডলার পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল। স্থানীয় বাজারে স্বর্ণের এই মূল্যের সঙ্গে ১২ দশমিক ৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৩ শতাংশ বিক্রয়কর অন্তর্ভূক্ত।

মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে লকডাউনের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা ছাড়াও গহনার দোকানগুলো বন্ধ থাকায় ২০১৯ সালের তুলনায় চলতি বছর ভারতের স্বর্ণ আমদানি পরিমাণ ৯৯ শতাংশ কমেছে।

করোনার জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে শেয়ার, পণ্য লেনদেন, বিদেশি মুদ্রা ও অশোধিত তেলের বাজারে অনিশ্চয়তা বাড়ছে; বাড়ছে অর্থনীতি নিয়েও শঙ্কাও। ফলে লগ্নির গন্তব্য হিসেবে মানুষ ঝুঁকছেন স্বর্ণের দিকে। এছাড়া বিশ্ব বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবও পড়েছে তাতে।

পূর্ববর্তী নিবন্ধদুবাই ও আবুধাবিতে বিমানের ফ্লাইট চালু ৬ জুলাই
পরবর্তী নিবন্ধকরোনা মোকাবিলায় সমন্বয়ে ঘাটতি নেই: তথ্যমন্ত্রী