ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই ছিল ফাইনাল নিশ্চিত করার। মঙ্গলবার কাঠমান্ডুতে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সুরভী আকন্দ প্রীতিরা।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে ফাইনালে। ভুটান ২ ম্যাচ হেরে বিদায় নিয়েছে। ভারত ও নেপালের ম্যাচের ফল নির্ধারণ করবে ফাইনালে কোন দেশকে পাবে বাংলাদেশ।

৯ মিনিটে আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের আনুস্কা গোল করে সমতায় ফিরিয়েছিলেন দলকে। সুরভী আক্তার প্রীতি গোল করে ২-১ গোলে লিড এনে দেন ৭৯ মিনিটে। শেষ বাঁশির কিছুক্ষণ আগে গোল করে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন অর্পিতা।

বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ৮ মার্চ ভুটানের বিপক্ষে। ফাইনাল ১০ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারিতে ৫১৮ কোটি ডলারের পণ্য রপ্তানি, প্রবৃদ্ধি ১২.৪ শতাংশ
পরবর্তী নিবন্ধরমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ