পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ ৩৫ জন আহত হয়েছেন। এ সময় ৫/৬টি ঘর ভাংচুর ও লুঠপাটের ঘটনা ঘটে।
বুধবার সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে জান্দি খেলার মাঠে দু’দল যুবকের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। এ সময় ওই গ্রামের চান খাঁনের ছেলে সাগর খাঁনের সঙ্গে বিল্লাল মাতুববারের ছেলে সুমন মাতুববারের কথাকাটাকাটি হয়।
পরে যুবকরা দুই গ্রুপে বিভক্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই দলের লোকজন সংঘবদ্ধ হয়ে বুধবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন লোক আহত হয়েছে বলে শুনেছি।