ব‌রিশাল বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় আন্দোলনে শিক্ষার্থীরা

পপুলার২৪নিউজ ডেস্ক:

তৃতীয় দিনের মতো ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা। মাত্র একদিনের আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে ভিসি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা, একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন বলে দাবি শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ভিসিকে প্রত্যাহারের দাবি জানান।

এদিকে দুপুর পর্যন্ত কোনো শিক্ষর্থী হল ত্যাগ করেননি এবং না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়।

রাত ৩টার দিকে ওই নোটিশ পাওয়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম ইমামুল হক জানান, ক্ষমা চাওয়ার কোনো বিষয় নেই। অনাকাঙ্ক্ষিত ঘটনার যাতে সৃষ্টি না হয়, এর জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। স্বাধীনতা দিবস আয়োজনে যারা বিরোধিতা করেন, তারা স্বাধীনতার পক্ষের লোক নয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকের সঙ্গে আমির কন্যার অন্তরঙ্গ ছবি ভাইরাল
পরবর্তী নিবন্ধরামপুরায় গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ