বড়পুকুরিয়ায় কয়লা গায়েবের অনুসন্ধানে দুদকের তিন সদস্যের কমিটি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা গায়েবের ঘটনার অনুসন্ধান করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এতে সংস্থাটির উপ পরিচালক শামসুল আলমের নেতৃত্বে সদস্য হিসেবে রয়েছেন সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও উপ সহকারী পরিচালক এ এস এম তাজুল ইসলাম।

উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টচার্য বলেন, এই অনুসন্ধান কাজের তদারকি করার দায়িত্ব দেয়া হয়েছে দুদক পরিচালক কাজী শফিকুল আলমকে।

তিনি বলেন, দুদক আইন অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

খনির কোল ইয়ার্ড থেকে কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রি করে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বড় পুকরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবীব উদ্দিন আহমদসহ অন্যদের বিরুদ্ধে।

এদিকে কয়লার অভাবে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন রোববার রাতে বন্ধ হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধইমরানকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধমাহমুদুর রহমানের হামলাকারীরা ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত : কাদের