পপুলার২৪নিউজ ডেস্ক:
স্মার্টফোনটির নাম ‘ব্ল্যাকবেরি কিওয়ান’। এটাই হবে ব্ল্যাকবেরির নকশা করা শেষ স্মার্টফোন। এরপর থেকে ব্ল্যাকবেরির সব ফোনের নকশা, উৎপাদন, বিপণন করবে চীনের টিসিএল।
স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি ২০১৭) আনুষ্ঠানিক ঘোষণার আগে ব্ল্যাকবেরি কিওয়ান স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে কানাডার প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরির অফিসে নকশা করা এটিই হবে শেষ ফোন।
নতুন এই ফোনটিতে রয়েছে প্রতিষ্ঠানটির আইকনিক ফিজিক্যাল কিবোর্ড ও বেশ কিছু হালনাগাদ ফিচার। এ বছরের এপ্রিল মাস থেকে এটি বাজারে আসবে। দাম হবে ৫৪৯ মার্কিন ডলার।
গত বছরের সেপ্টেম্বর মাসে স্মার্টফোন নকশা ও উৎপাদন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্ল্যাকবেরি। টিসিএলের সঙ্গে চুক্তি করে তাদের ব্র্যান্ড নাম ব্যবহারের অনুমতি দিয়েছে।
কিওয়ান ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট সফটওয়্যার ও ব্ল্যাকবেরির হাব, ডিইটিকে নিরাপত্তা অ্যাপ্লিকেশনের মতো নানা সুবিধা।অ্যালুমিনিয়াম কাঠামোর স্মার্টফোনটিতে সাড়ে চার ইঞ্চি মাপের ফুল-এইচডি (১৬২০ বাই ১০৮০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টা কোর প্রসেসর, তিন জিবি র্যাম থাকছে। ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটিতে ৩২ জিবি বিল্টইন স্টোরেজ থাকছে। এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। ফোরজি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে কানেকটিভিটি হিসেবে। ফোনটির ব্যাটারি তিন হাজার ৫০৫ মিলিঅ্যাম্পিয়ারের। এতে ৩৬ মিনিটে ৫০ ভাগ চার্জ দেওয়ার সুবিধা থাকবে।
কিওয়ান ফোন ঘোষণা উপলক্ষে এক ব্লগ পোস্টে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ বলেছে, কিওয়ান স্মার্টফোনে ব্ল্যাকবেরির সেরা সফটওয়্যার ও বিশ্বের বিভিন্ন দেশের বাজারে টিসিএলের নির্ভরযোগ্য ফোনের প্রতিশ্রুতি থাকছে। টিসিএলসহ ইন্দোনেশিয়ায় বিবিমেরাহ ও ভারতীয় উপমহাদেশের অপ্টিমাসের মতো সহযোগীরা ব্ল্যাকবেরি ব্র্যান্ডের স্মার্টফোন বিশ্বের সবখানে পৌঁছে দেবে।
তথ্যসূত্র: এনডিটিভি