পপুলার২৪নিউজ ডেস্ক:নোটে গরুর চর্বি ব্যবহার করার প্রতিবাদে সরব হয়েছে ব্রিটেনের হিন্দুরা। ইউরোপ হিন্দু সংগঠনের ইংল্যান্ড শাখার পক্ষ থেকে এই বিষয় নিয়ে ব্যাংক অফ ইংল্যান্ডে আবেদন করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি দেশটির শীর্ষ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ পাউন্ডের নোটে প্রাণীজ ফ্যাট ব্যবহারের বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। ভবিষ্যতে ২০ পাউন্ডের নোট তৈরির সময় আগে থেকে আলোচনা করে নেয়া হবে।
হিন্দু সংগঠনটির দাবি, হিন্দুরা গরুকে দেবতা মনে করে। তাই গরুর শরীরের ফ্যাট মিশ্রিত নোট ব্যবহারের ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে।